বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
চিন্তাধারা ও আদর্শঃ
আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চিন্তাধারা এবং দারুল উলূম দেওবন্দের অনুসরণীয় পথই হবে
কওমী মাদরাসাসমূহের এবং বেফাক-এর একমাত্র পথ ও আদর্শ।
লক্ষ ও উদ্দেশ্যঃ
০১. কওমী মাদরাসা সমূহকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করা।
০২. তালীম ও তারবিয়াতের মান উন্নয়ন।
০৩. সমাজের দ্বীনী চাহিদা পূরণ।
০৪. ইসলামের হিফাযত, প্রচার, প্রসার, দাওয়াত ও তাবলীগ এবং ইসলামের উপর আবর্তিত যে কোন হামলার সুদৃঢ় ও প্রামাণ্য জবাব দান।
০৫. সমাজে উলামায়ে কিরামের ন্যায়সঙ্গত অধিকার ও মর্যাদাপূর্ণ অবস্থান প্রতিষ্ঠা।