Please wait...

পাস-ফেল বিধি

তারিখে প্রকাশিত হয়েছে।
পাস-ফেল বিধি

প্রতি মারহালায় কয়েকটি বিষয় ও কিতাব মি’ইয়ারী (বিশেষ গুরুত্বপূর্ণ) বিবেচিত এবং অন্যগুলো গর মি’ইয়ারী
(সাধারণ) রূপে বিবেচিত। এতদসংক্রান্ত মি’ইয়ারী কিতাবসমূহের বিবরণ ও পাস-ফেলের বিধি-বিধান নিম্নরূপ :

প্রতিটি মারহালার মি’ইয়ারী কিতাবসমূহ

মারহালাতুত তাকমীল :  ১। বুখারী শরীফ ১ম খ-, ২। মুসলিম শরীফ ১ম খ-, ৩। তিরমিযি শরীফ ১ম খ-, ৪। আবূ দাউদ শরীফ (কামিল),
মারহালাতুল ফযীলত :  ১। মিশকাত শরীফ ১ম খ-, ২। তফসীরে বায়যাবী, ৩। শরহে আকাঈদে নাসাফী ও ফিরাকে বাতেলা।
আল মারহালাতুস সানাবিয়াতুল ’উলইয়া : ১। মুখতাসারুল মা’য়ানী (১ম অংশ), ২। নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) ও ৩। মাকামাত।
আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ : ১। নাহভে মীর, ২। পাঞ্জেগাঞ্জ/’ইলমুস সরফ ও ৩। রওযাতুল আদব।
আল মারহালাতুল ইবতিদাইয়্যাহ : ১। নাযিরা, ২। বাংলা, ৩। অংক ও ৪। উর্দূ।
মারহালাতু তাহফীযিল কুরআন : ১। তিলাওয়াত (ইয়াদ) ২। তাজবীদ।
মারহালাতু ’ইলমিত তাজবীদ ওয়াল কিরাআত : ১। তারতীল ও ২। হদর।

বিধিসমূহ :
১। মি’ইয়ারী একটির অধিক বা গর মি’ইয়ারী দু’টির অধিক বা মি’ইয়ারী মিলিয়ে দু’টির অধিক বিষয়ে কেউ ফেল করলে কোন অবস্থাতেই তাকে পাস বলে গন্য করা হবে না।
২। ইবতিদাইয়্যাহ নাযিরায় (কুরআন শরীফে) পাস নম্বর ৫০। নাযিরায় ফেল করলে কোন অবস্থাতেই পাস বলে গণ্য হবে না।
৩। হিফযুল কুরআন মারহালার হিফয (ইয়াদ)-এর পাস নম্বর ৫০। হিফযে (ইয়াদে) ফেল করলে কোন অবস্থাতেই পাস বলে গণ্য হবে না।
৪। বুখারী শরীফ ১ম খ- তিরমিযি শরীফ ১ম খ- এবং ইবতিদাইয়্যার নাযিরা ব্যতীত মি’ইয়ারী এক কিতাবে বা গর মি’ইয়ারী দুই কিতাবে বা মি’ইয়ারী এক কিতাবে ও গর মি’ইয়ারী এক কিতাবে ফেল করার পর গড়ে পাসের নম্বর থাকলে, কেবল পাস বলে গণ্য হবে, বিভাগ বা ডিভিশন দেয়া হবে না।
৫। তাকমীলের কিরাআতে ফেল করলে সনদ দেয়া হবে না। পুন: কিরাআতের পরীক্ষা দিতে হবে।
৬। রেয়ায়েতী নম্বর (গ্রেস) সর্বমোট অনুর্ধ ১০ (দশ) পর্যন্ত একটি মাত্র বিষয়ে এবং শুধুমাত্র পাসের জন্য।

বাংলা