
দরসিয়াত বিভাগে ফযীলত ও সানাবিয়া মারহালায় প্রতি ১৫০ জন, মুতাওয়াসসিতাহ ও ইবতিদাইয়্যাহ মারহালায় প্রতি ২০০ জন, পরীক্ষার্থী বিপরীত ১ জনকে এবং হিফযুল কুরআন ও ইলমুল কিরাআতে প্রতি গ্রুপের প্রথম ৩ জনকে বৃত্তি প্রদান করা হয়।
সে হিসাবে ৩৮তম ২০১৭ইং বছর প্রদত্ত বৃত্তি সংখ্যা।
* ফযীলত স্তরের পুরুষ ১ম-৩৫তম ও মহিলা ১ম-২৪তমকে মুমতায হওয়ার শর্তে বৃত্তি দেয়া হয়।
* সানাবিয়া উলইয়া স্তরের পুরুষ ১ম-৪৪তম ও মহিলা ১ম-২৩তমকে মুমতায হওয়ার শর্তে বৃত্তি দেয়া হয়।
* মুতাওয়াসসিতাহ স্তরের ১ম-৭২তম ও মহিলা ১ম-৫৫তমকে মুমতায হওয়ার শর্তে বৃত্তি দেয়া হয়।
* ইবতেদাইয়্যাহ স্তরের ১ম-৮৭তম ও মহিলা ১ম-৬৭তমকে মুমতায হওয়ার শর্তে বৃত্তি দেয়া হয়।
* তাহফীযুল কুরআন স্তরের প্রতি গ্রুপের প্রথম ৩ জনকে মুমতায হওয়ার শর্তে বৃত্তি দেয়া হয়।
* ইলমুল তাজবীদ ওয়াল কিরাআতের প্রতি গ্রুপের প্রথম ৩ জনকে বৃত্তি দেয়া হয়।
মারহালা | বৃত্তির সংখ্যা | স্থান | বৃত্তির পরিমাণ | মন্তব্য |
২। (ক) ফযীলত পুরুষ ২। (খ) ফযীলত মহিলা |
বৃত্তির সংখ্যা : ৩৫টি বৃত্তির সংখ্যা : ২৪টি |
১ম ২য় ৩য় ৪র্থ |
২,০০০/- ১,৫০০/- ১,০০০/- ৮০০/- |
সমহারে |
৩। (ক) সানাবিয়া উলইয়া পুরুষ ৩। (খ) সানাবিয়া উলইয়া মহিলা |
বৃত্তির সংখ্যা : ৪৪টি বৃত্তির সংখ্যা : ২৩টি |
১ম ২য় ৩য় ৪র্থ |
১,৫০০/- ১,২০০/- ৯০০/- ৭০০/- |
সমহারে |
৪। (ক) মুতাওয়াসসিতাহ পুরুষ ৪। (খ) মুতাওয়াসসিতাহ মহিলা |
বৃত্তির সংখ্যা : ৭২টি বৃত্তির সংখ্যা : ৫৫টি |
১ম ২য় ৩য় ৪র্থ |
১,০০০/- ৮০০/- ৬০০/- ৫০০/- |
সমহারে |
৫। (ক) ইবতেদাইয়্যাহ পুরুষ ৫। (খ) ইবতেদাইয়্যাহ পুরুষ |
বৃত্তির সংখ্যা : ৮৭টি বৃত্তির সংখ্যা : ৬৭টি |
১ম ২য় ৩য় ৪র্থ |
৮০০/- ৬০০/- ৫০০/- ৪০০/- |
সমহারে |
৬। (ক) তাজবীদ ও ক্বিরআত | প্রতি জোনে ৩টি করে | ১ম ২য় ৩য় |
১,২০০/- ১,০০০/- ৮০০/- |
সমহারে |
৭। (ক) তাহফীযুল কুরআন | প্রতি জোনে ৩টি করে | ১ম ২য় ৩য় |
১,২০০/- ১,০০০/- ৮০০/- |
সমহারে |
নোট : ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরআত ব্যতিত অন্যান্য মারহালার জন্য মুমতায হওয়া শর্ত।
পুরস্কার ও বৃত্তির যেভাবে উত্তোলন করবেন :
প্রথমে বৃত্তিউত্তোলন ফরমটি ডাউনলোড বা সংগ্রহ করে ফরমটি পূরণ করে নিতে হবে। তারপর মুহতামিম সাহেবের সীল ও স্বাক্ষরসহ বেফাকের আইটি শাখা থেকে চেক, পরীক্ষা নিয়ন্ত্রকের সত্যায়ন, হিসাব বিভাগ প্রধানের স্বাক্ষর, মহাপরিচালকের অনুমোদন নিয়ে হিসাব বিভাগ থেকে উক্ত টাকা উত্তোলন করা যাবে।