
(ক) মারহালা পরিবর্তনের ক্ষেত্রে : যে মারহালায় উন্নীত হবে, ঐ মারহালার ইলহাকী ফি-এর অর্ধেক ফি দিতে হবে। আর মাঝে কোন মারহালা থাকলে প্রতি মারহালার জন্য ৫০.০০ টাকা করে দিতে হবে।
(খ) হিফয, তাজবীদ ও ক্বিরায়াত এবং প্রাইমারী হতে দরসে নিজামীতে প্রবেশের সময় যে মারহালায় প্রবেশ করবে, সেই মারহালার পূর্ণ ফি দিতে হবে।
(গ) মারহালা পরিবর্তনের সময়ে বিবিধ ফি বাবদ ১০০.০০ টাকা প্রদান করতে হবে।
(ঘ) মারহালা পরিবর্তন করে নিচের দিকে নামানো হলে বিবিধ ১০০.০০ টাকা ফি দিতে হবে।
মারহালা পরিবর্ত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে ফরম ডাউনলোড